আইফোন ৫ আপডেটে যাওয়া যাচ্ছে অ্যাপ স্টোরে

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-০৩ ১৮:৫২:৫১


সফটওয়্যার আপডেটে অ্যাপ স্টোর ব্যবহার করতে পারছে আইফোন ৫ ব্যবহারকারীরা। রোববারই শেষ দিন আইফোন ৫ ব্যবহারকারীদের যারা তাদের ফোনে আইওএস সফটওয়্যার আপডেট না দিলে ফোনটি দিয়ে অনেক ধরনের সেবা ব্যবহার করতে পারবেন না।

অবশ্য এই সেবা যে দেবে না সেটি আগেই ঘোষণা করেছিল অ্যাপল। সেজন্য কয়েকদিন আগে মার্কিন জায়ান্টটি তাদের ওয়েবসাইটে পুরাতন ও অপ্রচলিত ফোনের তালিকায় আইফোন ৫ এর নাম যুক্ত করে। আর এর ফলেই ফোনটির হার্ডওয়্যার মেরামত সেবা আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করে তারা।

আইফোন ৫ এর উৎপাদন আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয় ২০১৩ সালের ১০ সেপ্টেম্বর। কোনো পণ্যের উৎপাদন বন্ধ করে দিলে পরবর্তী ৫ বছরের জন্য অ্যাপল স্টোর থেকে হার্ডওয়্যার মেরামত সেবা পাওয়া যায়।

সেই অনুযায়ী ছয় বছর আগে বাজারে আসা আইফোন ৫-কে পুরাতন পণ্যের তালিকাভুক্ত করে অ্যাপল। অ্যাপল ৫ এ ছিলো ৪ ইঞ্চি ডিসপ্লে। ফোনটি বাজারে আনা হয় ২০১২ সালের ২১ সেপ্টেম্বর।
সানবিডি/ঢাকা/এসএস