মিডিয়াটেক আনছে ৭ ন্যানোমিটারের ফাইভজি চিপ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-০৪ ১৯:৩৪:২৩

নতুন একটি চিপের ঘোষণা দিয়েছে মিডিয়াটেক।বিশ্বের অন্যতম এই চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি ৭ ন্যানোমিটার প্রযুক্তির চিপ আনবে বলে জানিয়েছে। তবে চিপটি স্বল্প মূল্যের মধ্যে পাওয়া যাবে বলে জানায় প্রতিষ্ঠানটি।এখন বেশিরভাগ ডিভাইসে যে ফাইভজি চিপ ব্যবহার করা হয় তার ফলে এর দাম অনেক বেশি হয়ে যায়।
তাই সামনের বছর থেকে মিডিয়াটেক এমন সব ফাইভজি চিপ আনবে যাতে সব শ্রেণীর মানুষ ফোনগুলো অল্প দামের মধ্যেই ব্যবহার করতে পারে।প্রতিষ্ঠানটি আগামী বছরে যে চিপ আনবে সেটি হবে হেলিও এম৭০ এবং এটি ফাইভজি প্রযুক্তির। চিপটিতে থাকবে স্ট্যান্ডঅ্যালোন এবং ননস্ট্যান্ডঅ্যালোন মোড।চিপসেটটির দাম হতে পারে ২৮০ মার্কিন ডলার।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













