পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে গত মাসে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৪৭ শতাংশ, যা ২০১৮ সালের অক্টোবরে ছিল ৫ দশমিক ৪০ শতাংশ।
মঙ্গলবার প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রতিবেদনের তথ্য সাংবাদিকদের কাছে তুলে ধরেন।
গত অক্টোবরে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে ৫ দশমিক ৪৯ শতাংশ হয়েছে, যা গতবছর ছিল ছিল ৫ দশমিক ০৮ শতাংশ। তবে খাদ্যবর্হিভূত পণ্যের মূল্যস্ফীতি বেশ কমেছে; ৫ দশমিক ৯০ শতাংশ থেকে ৫ দশমিক ৪৫ শতাংশে নেমে এসেছে।
গ্রামাঞ্চলে সাধারণ মূল্যস্ফীতি ৪ দশমিক ৮৭ থেকে বেড়ে ৫ দশমিক ৩৬ শতাংশ হয়েছে; শহরাঞ্চলে ৬ দশমিক ৩৮ শতাংশ থেকে কমে ৫ দশমিক ৬৭ শতাংশে নেমেছে।
গত মাসে সাধারণ মজুরির হার ৬ দশমিক ১৯ শতাংশ থেকে বেড়ে ৬ দশমিক ৩৮ শতাংশ হয়েছে।
এর মধ্যে মজুরি হার বেড়ে কৃষিতে ৬ দশমিক ৫০ শতাংশ, শিল্পে ৬ দশমিক ০৮ শতাংশ ও সেবা খাতে ৬ দশমিক ৪৩ শতাংশ হয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস