সোমবার সারা দেশে হরতাল
আপডেট: ২০১৫-১১-২৩ ১০:২৫:৫৯

ফাইল ছবি
একাত্তরের মানবতা বিরোধী অপরাধের দায়ে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকর করার প্রতিবাদ জানিয়ে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। কর্মসূচির মধ্যে রয়েছে রোববার দেশব্যাপী গায়েবানা জানাজা ও দোয়া, সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা (সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা) হরতাল।
জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ শনিবার দিবাগত রাত দেড়টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।
শনিবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে ঢাকার কেন্দ্রীয় কারাগারে জামায়াত নেতা মুজাহিদের ফাঁসির রায় কার্যকর করা হয়।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













