একাত্তরের মানবতা বিরোধী অপরাধের দায়ে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকর করার প্রতিবাদ জানিয়ে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। কর্মসূচির মধ্যে রয়েছে রোববার দেশব্যাপী গায়েবানা জানাজা ও দোয়া, সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা (সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা) হরতাল।
জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ শনিবার দিবাগত রাত দেড়টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।
শনিবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে ঢাকার কেন্দ্রীয় কারাগারে জামায়াত নেতা মুজাহিদের ফাঁসির রায় কার্যকর করা হয়।