বিএসইসিতে সাকিব আল হাসান

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-১১-০৬ ২১:১৭:৫৫


পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাথে সৌজন্য সাক্ষাত করেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের শুভেচ্ছাদূতের দায়িত্ব পালন করছেন।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, সাকিবের এই দু:সময়ে বিএসইসি তার পাশে থাকবে। একই সাথে কমিশন আশা করছেন সাকিব আবারও ক্রিকেট বিশ্বে আর্বিভূত হবেন। সেই সময় পূর্বের মতো গৌরবান্বিত প্রতিভার সাক্ষর রাখবেন। কমিশন মনে করে পুঁজিবাজারের উন্নয়নে সাকিব আল হাসান শুভেচ্ছা দূত  হিসেবে অবদান রাখবে।

উল্লেখ, কমিশনের ৬১২তম সভায় সাকিব আল হাসানকে শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ দিয়েছে বিএসইসি। ২০১৭ সালে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কতৃক আয়োজিত ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে সাকিব আল হাসানের উপস্থিতিতে অর্থমন্ত্রী এর আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

জানা গেছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশন (IOSCO) দেশের বিখ্যাত রাজনীতিবিদ, পেশাজীবি, খেলোয়ার বা নামীদামী ব্যক্তিকে শুভেচ্ছাদূত হিসেবে নেওয়ার অনুরোধ জানিয়েছে। এরই অংশ হিসেবে সাকিব আল হাসানকে শুভেচ্ছাদূত হিসেবে নিয়েছে কমিশন।