মূলধনের অভাব পূরণ করতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে টাকা সংগ্রহ করেন উদ্যোক্তারা। উদ্দেশ্যে পুঁজিবাজার থেকে টাকা সংগ্রহ করে ব্যবসা সম্প্রসারণ করা। কিন্তু ব্যবসা সম্প্রসারণ করার আগেই ক্যাটাগরি ধরে রাখতে দিতে হচ্ছে লভ্যাংশ। এতে করে দূর্বল হয়ে যাচ্ছে কোম্পানিগুলো। যা দীর্ঘ মেয়াদে বাজারের জন্য ভালো বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা।
জানা গেছে, ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এমন প্রায় ২০টি কোম্পানির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। এর বেশির ভাগই টাকা ব্যবহার করতে পারেনি। আর কিছু কোম্পানি আছে যারা আংশিক টাকা ব্যবহার করেছেন। এর পরও ডিএসইর ক্যাটাগরি ধরে রাখতে দিতে হচ্ছে লভ্যাংশ। ফলে যে উদ্দেশ্যে পুঁজিবাজার থেকে টাকা নিয়েছে, তা পুরণ হচ্ছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে করে দায় বাড়ছে কোম্পানির।
তালিকাভুক্তির পর থেকে কোম্পানিগুলো তাদের টাকা ব্যবহার করতে পারে। কিন্তু ব্যবহার শুরু করার আগেই ক্যাটগরির জালে বন্ধি থাকতে লভ্যাংশ দিতে হয়।
এ বিষয়ে এফসি ক্যাপিটালের প্রধান নির্বাহী মাহবুব এইচ মজুমদার সানবিডিকে বলেন, কোম্পানি যদি টাকা ব্যবসায় বিনিয়োগ না করেই লভ্যাংশ দেয়, তাহলে যে উদ্দেশ্যে বাজারে আসছে সেটি পূরণ হবে না। এতে করে দীর্ঘ মেয়াদে কোম্পানির উপর চাপ বাড়ে।
এ বিষয়ে এএএ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওবায়দুর রহমান সানবিডিকে বলেন, কোম্পানি আইপিও’র টাকা ব্যবহার না করেই লভ্যাংশ ঘোষণা করতে হয়। ব্যবসায় টাকা বিনিয়োগ না করেই কোম্পানির মূলধন থেকে লভ্যাংশ দিতে হচ্ছে। এতে করে কোম্পানি দূর্বল হচ্ছে।
তিনি বলেন, কমপক্ষে এক বছর টাকা ব্যবহার যাতে লভ্যাংশ দেওয়া হয়। এই সুযোগ না দিলে যে উদ্দেশ্যে কোম্পানি বাজারে আসছে, সেটি পূরণ হচ্ছে না।
সিএপিএম অ্যাডভাইজরির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানিয়া শারমিন সানবিডিকে বলেন, কোম্পানিগুলো আইপিও’র মাধ্যমে বাজার থেকে টাকা তুলে ব্যবসা সম্প্রসারণের জন্য। কিন্তু টাকা ব্যবহার না করে, ক্যাটাগরি ধরে রাখতে লভ্যাংশ ঘোষণা করে। এতে করে বাজারে আসার উদ্দেশ্য থেকে প্রথমে হোচট খায় কোম্পানিগুলো। এই জায়গায় নিয়ন্ত্রক সংস্থার নজর দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি।
উল্লেখ, চাটে কনসেন লেটারের সময় দেওয়া হয়েছে। যদিও কনসেন লেটার পাওয়ার ৭ থেকে ৮ মাস পর টাকা পায় কোম্পাগুলো।
[caption id="attachment_73749" align="alignright" width="763"] আইপিও'র টাকা ব্যবহার না করেই লভ্যাংশ; দূর্বল হচ্ছে কোম্পানি[/caption]