খুলনায় কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের মানববন্ধন কর্মসূচি পালন

আপডেট: ২০১৫-১০-০১ ১৯:৫৪:১৬


manobকমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) দের প্রকল্প শেষে ট্রাষ্ট ফান্ড গঠনের মাধ্যমে পরিচালিত করার প্রস্তাবনার প্রতিবাদে এবং অবিলম্বে রাজস্ব খাতে অন্তর্ভূক্তির দাবিতে রোববার বিকালে ঘন্টা ব্যাপী খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সিএইচসিপি নেতৃবৃন্দ এক মানববন্ধন কর্মসূচি পালন করে।

এ সময় সিএইচসিপি এসোসিয়েশন খুলনা জেলার সভাপতি এস এম হামিদুল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলার সাধারণ সম্পাদক অনুপম বিশ্বাস, এস এম শহিদুল্লাহ, বনমালি দাস, জাহিদ ঢালি, মোঃ সজিব হোসেন, নিয়ামত হোসেন, মোঃ জাহিদুর রহমান, অরিন্দম দাস, সীমা আক্তার, মোঃ আকবর হোসেন, রিপন কুমার পাল, সোহেল রানা, অনুপম রায়, কমলেশ মালি, সায়লানা সুলতানা লিমা, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ আশিকুর রহমান, সাদিয়া আফরিন সোমা, রফিকুল ইসলাম প্রমুখ।

এ সময় ৯টি উপজেলার প্রায় দুই শতাধিক সিএইচসিপি অংশ গ্রহন করে তাদেরকে অবিলম্বে রাজস্ব খাতে অন্তর্ভূক্তির জোর দাবি জানান।

সানবিডি/তাপস/এস