সাপ্তাহিক দর পতনের শীর্ষে রহিম টেক্সটাইল
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-০৯ ১২:০৮:৪২

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে রহিম টেক্সটাইল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৪ দশমিক ৬২ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ১ কোটি ৭৮ লাখ ১৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩৫ লাখ ৬৩ হাজার ২০০ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের দর কমেছে ১০ দশমিক ৪০ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩ কোটি ৪৩ লাখ ১৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬৮ লাখ ৬৩ হাজার ৬০০ টাকা।
তৃতীয় স্থানে থাকা মেঘনা পেটের দর কমেছে ৯ দশমিক ৮৯ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৮ লাখ ১৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ লাখ ৬৩ হাজার ২০০ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচ্যুয়াল ফান্ডের ৮ দশমিক ৮২ শতাংশ, বাটা সু’র ৮ দশমিক ৫১ শতাংশ, মুন্নু জুট স্টাফলার্সের ৮ দশমিক ২৪ শতাংশ, স্টাইল ক্রাফটের ৭ দশমিক ৯০ শতাংশ, ফ্যামেলি টেক্সের ৭ দশমিক ৬৯ শতাংশ, এমপ্লয়েজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিম’র ৭ দশমিক ৬৯ শতাংশ এবং ফারইষ্ট ফাইন্যান্সের ৭ দশমিক ৬৯ শতাংশ শেয়ার দর কমেছে।
সানবিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












