সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে হাক্কানি পাল্প

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-০৯ ১২:২২:৫১


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে হাক্কানি পাল্প। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর বেড়েছে ৩৫ দশমিক ৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩ কোটি ৪ লাখ ৯১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬০ লাখ ৯৮ হাজার ২০০ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা সুহৃদ ইন্ডাস্ট্রিজের দর বেড়েছে ২০ দশমিক ৯৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩০ কোটি ৯৩ লাখ ২৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ১৮ লাখ ৬৪ হাজার ৮০০ টাকা।

তৃতীয় স্থানে থাকা মিরাকল ইন্ডাস্ট্রিজের দর বেড়েছে ২০ দশমিক ২৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৪ কোটি ৬২ লাখ ১১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯২ লাখ ৪২ হাজার ২০০ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রিজেন্ট টেক্সটাইলের ২০ শতাংশ, গোল্ডেন হার্ভেস্টের ১৯ দশমিক ৭৯ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ১৮ দশমিক ২১ শতাংশ, শমরিতা হসপিটালের ১৭ দশমিক ৩৮ শতাংশ, বসুন্ধরা পেপারের ১৭ শতাংশ, মাইডাস ফাইন্যান্সিংয়ের ১৬ দশমিক ৩৯ শতাংশ এবং প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর ১৬ দশমিক ৩৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সানবিডি/এসকেএস