মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর লাশ দাফনের নিউজ কাভার শেষে ফেরার পথে চট্টগ্রামের রাউজানে মোহনা টেলিভিশনের গাড়িতে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে মোহনার চট্টগ্রাম অফিসের প্রতিবেদক রাজিব দাস প্রিন্স (৩২) গুলিবিদ্ধ হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
আজ রোববার বেলা সোয়া ১১টার দিকে রাউজানের গহিরা এলাকায় এ ঘটনা ঘটে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করলেও কে কী কারণে গুলি চালিয়েছে এ ব্যাপারে তিনি কিছু জানাতে পারেননি।
গাড়িবহরে থাকা সাংবাদিকরা জানান, সংবাদ সংগ্রহ করে তারা রাউজান থেকে চট্টগ্রামে ফিরছিলেন। বেলা ১১টার দিকে মোহনা টেলিভিশনের মাইক্রোবাসটি রাউজনের গহিরা এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত লাঠিসোটা উচিয়ে তাদের থামতে বলেন। এ সময় তাদের মাইক্রোবাসটি দ্রুত চলে আসার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে প্রিন্স গুলিবিদ্ধ হন।
রবিবার সকাল পৌনে ১০টার দিকে নিজ গ্রাম রাউজানের গহিরায় সমাহিত করা হয় সালাউদ্দিন কাদের চৌধুরীকে। দেশের শীর্ষ এই যুদ্ধাপরাধীর দাফন-কাফনের নিউজ কাভার করতে গণমাধ্যমের কর্মীরা ভোর থেকেই ভিড় করেন সাকা চৌধুরীর বাড়িতে। এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারে শনিবার রাত ১২টা ৫৫ মিনিটে একসঙ্গে সাকা চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করা হয়।