প্রধানমন্ত্রী দৃঢ়তার জন্যই বিচার সম্ভব হয়েছে: বাণিজ্যমন্ত্রী

প্রকাশ: ২০১৫-১১-২২ ১৪:২৮:১৯


tofail ahmedযুদ্ধাপরাধীদের বিচারে প্রধানমন্ত্রী দৃঢ় ছিলেন বলেই বিচার কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, বাকি যুদ্ধাপরাধীদেরও বিচার করা হবে। কেউ পার পাবেন না।

 রোববার রাজধানীর জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) আয়োজিত সমন্বয় সভায় সাংবাদিকদের কাছে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
 বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, বস্ত্র ও পাট সচিব, বাণিজ্য-খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঢাকা বিভাগীয় কমিশনার, পরিবহন স্টোক হোল্ডাররা।

পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহারে করণীয় নির্ধারণে এ সভার আয়োজন করা হয়।

 আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ বলেন, জামায়াত যুদ্ধাপরাধীদের দল। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো যুদ্ধাপরাধীদের দল এ দেশে রাজনীতি করতে পারবে না।

এসময় সালাউদ্দিন কাদের চৌধুরী ও  মুজাহিদের প্রাণভিক্ষার বিষয়ে তোফায়েল আহমেদ বলেন, রাষ্ট্রপতির কাছে তারা প্রাণভিক্ষা চেয়েছে, কারণ তারাই যুদ্ধাপরাধী। এটা ক্ষমা করার বিষয় ছিল না। তাই রাষ্ট্রপতি তাদেরকে ক্ষমা করেননি।