গ্রিসের রাজধানী এথেন্সে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ব্যাপক উৎসাহ ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপিত হয়েছে। দূতাবাস প্রাঙ্গণে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:)-এর পূণ্যময় জীবন ও কর্ম নিয়ে আলোচনা, দোয়া ও মিলাদ মহাফিল এবং তবারক বিতরণের মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়।
বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:)-এর পূণ্যময় জীবন ও কর্ম নিয়ে আলোচনাকালে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্টদূত মো. জসীম উদ্দিন এনডিসি বলেন, ‘বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:)-এর আবির্ভাব বিশ্বমানবতার মুক্তির দ্বার খুলে দিয়েছিল। তিনি শুধু ধর্ম প্রচারই করেননি, আজীবন তিনি নির্যাতিত বিপন্ন মানুষের মঙ্গলের জন্য কাজ করেছেন।
গ্রিসে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত
রাষ্টদূত বলেন, আমরা তাঁর জীবন থেকে সহমর্মীতা, সহনশীলতা, দেশপ্রেম, দায়িত্বশীলতা ও সততার অনন্য শিক্ষা গ্রহণ করে পরিবারের প্রতি দায়িত্বশীল আচরন এবং মাদকমুক্ত, শান্তি ও সম্পৃতির বিশ্ব গড়তে ভূমিকা রাখতে পারি।
দূতাবাসের কাউন্সিলর মো. খালেদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই আলোচনায় প্রবাসী বাংলাদেশি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন । এরপর মাওলানা মো. আব্দুল লতিফের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শাহাদাতবরনকারী সদস্যদের এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। বাংলাদেশের এবং প্রবাসী বাংলাদেশিদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেও দোয়া করা হয়।
আলোচনা ও দোয়া মাহফিলে গ্রীস আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সংস্কৃতিক, ব্যবসায়ী ও আওয়ামী লীগ সংগঠনসমূহের নেতৃবৃন্দসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশি, দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। দোয়া ও মাহফিল শেষে অংশগ্রহণকারীদের মাঝে তবারক বিতরণ করা হয়।