শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
১৫ ডিসেম্বরের মধ্যে নিজামীর শুনানি শেষ হবে
প্রকাশিত - নভেম্বর ২২, ২০১৫ ৪:৩৮ পিএম
অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বলেছেন, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মামলার আপিলের শুনানি আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ হতে পারে বলে আশা করেছেন ।
তিনি বলেন, আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া সুপ্রিম কোর্টের অবকাশের আগেই আমির মতিউর রহমান নিজামীর আপিল মামলার শুনানি শেষে হবে।
রোববার দুপুরে নিজের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহবুবে আলম বলেন, জামায়াত নেতা নিজামীর আপিল মামলার শুনানি চলছে। আশা করছি আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে এ মামলার আপিলের শুনানি শেষ হবে। এটা আমার প্রত্যাশা। যদি এর মধ্যে অন্য কোনো মামলা এসে যায় তাহলে ভিন্ন কথা।
তিনি বলেন, এ মামলায় আসামিপক্ষের পর আমি শুনানি করবো। তবে আমি বেশি সময় নেব না। এসময় সাকা ও মুজাহিদের রায় কার্যকর হওয়ায় এ্যাটর্নী জেনারেল সন্তোষ প্রকাশ করেন।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.