পুঁজিবাজার উন্নয়নে ১ হাজার ৯৪৩ কোটি টাকা (২৫ কোটি মার্কিন ডলার) ঋণ সহায়তা দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট প্রোগামের (সিএমডিপি) আওতায় তৃতীয়বারের মতো এ ঋণ সহায়তা দিচ্ছে সংস্থাটি। এজন্য বাংলাদেশ সরকার ও এডিবি মধ্যে একটি ঋণ চুক্তি সই হয়েছে।
রোববার বিকেলে শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এনইসি-২ সম্মেলন কক্ষে এ চুক্তি সই হয়।
বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডির যুগ্ম সচিব সাইফুদ্দিন আহমদ এবং এডিবির পক্ষে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি ঋণ চুক্তিতে সই করেন।
এ সময় ইআরডির যুগ্ম সচিব সাইফুদ্দিন আহমদ বলেন, সিএমডিপি-৩ এর আওতায় এডিবি ২৫ কোটি মার্কিন ডলার বাজেট সহায়তা দেবে। এর মধ্যে ১০ কোটি ডলার সহজ শর্তে ঋণ (এডিএফ) ও ১৫ কোটি ডলার কঠিন শর্তে ঋণ (ওসিআর) দেবে এডিবি। ১০ কোটি ডলার ঋণ ২ শতাংশ সুদের হারে ৫ বছর রেয়াতি মেয়াদসহ ২৫ বছরে পরিশোধ করতে হবে।১৫ কোটি ডলার ঋণ ৩ বছর রেয়াতি মেয়াদসহ ১৫ বছরে পরিশোধ করতে হবে।
এডিবির ২৫ কোটি ডলার দুই কিস্তিতে পাওয়া যাবে । প্রথম কিস্তিতে ৮ কোটি ডলার ও ২য় বারে ১৭ কোটি ডলার পাওয়া যাবে বলে জানান সাইফুদ্দিন আহমদ।
তিনি বলেন, এডিবি এর আগে দুইবার আমাদের পুঁজিবাজারের উন্নয়নে সহায়তা দিয়েছিল। ২০১০ সালে পুজিঁবাজারে সে সমস্যা হয়েছিল এডিবির সহায়তায় আমরা সমস্যা থেকে উত্তরণ চেষ্টা করছি। আজকের এ ঋণ চুক্তি পুঁজিবাজারে সংকট দূরীকরণ ও পূর্ণগঠনে সাহায্য করবে।
এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি বলেন, এডিবি বাংলাদেশে সরকারের পুঁজিবাজার উন্নয়নে তৃতীয়বারের মতো সহায়তা করছে। এর মাধ্যমে সরকার পুঁজিবাজার শক্তিশালী ও নতুন করে সাজাতে পারবে।
চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর আবুল কাশেম, বাংলাদেশ সিকিউটিরিজ এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক সাইফুর রহমান, বীমা ও উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য কুদ্দুস খান প্রমূখ।