
শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ে পর্ষদের ২৮৮তম সভা অনুষ্ঠানের কথা জানানো হয়।
ব্যাংকের চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লার সভাপতিত্বে ওই সভায় বেশ কিছু সংখ্যক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন এবং ব্যাংকিং নীতিমালা রিভিউ করা হয়।
এতে অন্যদের মধ্যে ব্যাংকের ভাইস-চেয়ারম্যান গোলাম কুদ্দুছ ও খন্দকার শাকিব আহমেদ, পরিচালক সানাউল্লাহ সাহিদ, আব্দুল হালিম, মহিউদ্দিন আহমেদ, মোহাম্মদ ইউনুছ, ফকির আখতারুজ্জামান, স্বতন্ত্র পরিচালক ইকরামুল হক ও কেএএম মাজেদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ্জাহান সিরাজ ও ইমতিয়াজ ইউ আহমেদ, কোম্পানি সচিব আবুল বাশার এবং ব্যাংকের সিএফও জাফর ছাদেক উপস্থিত ছিলেন।
সানবিডি/ঢাকা/এসএস