দুই দেশের বাণিজ্য আরও প্রসারে বাংলাদেশে কাজ শুরু করেছে ভারতের অন্যতম বৃহত্তম বেসরকারি ব্যাংক এক্সিস ব্যাংক। আজ রোববার রাজধানী ঢাকায় ব্যাংকটির একটি অফিস খোলা হয়েছে। এই অফিস বাংলাদেশে ব্যাংকটির প্রতিনিধিত্ব করবে।
দ্য ইকোনমিক টাইমস এক খবরে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র এএফএম আসাদুজ্জামানও বিষয়টির সত্যতা নিশ্চিত করে অর্থসূচককে বলেছেন, এক্সিস ব্যাংক বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে।
এক্সিস ব্যাংক গ্রুপের প্রধান নির্বাহী পি মুখার্জি সংবাদ মাধ্যমকে বলেন, এর মাধ্যমে ইন্দো-বাংলার বাণিজ্য আরও প্রসার হবে। সেই সঙ্গে ব্যাংকটি দুই দেশের মধ্যকার লেনদেনেও সহায়ক হবে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাংলাদেশের চাকরি বাজারেও অবদান রাখবে এই ব্যাংক।
তিনি আরও বলেন, অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের ব্যাংকগুলোর সঙ্গে প্রতিনিধিত্বকারী এই অফিস ব্যাংকিং কাজকে আরও এগিয়ে নিবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমতির পর এটি ব্র্যাঞ্চ হিসেবে রূপান্তর করার বিবেচনা করা হবে।
সিঙ্গাপুর, হংকং, দুবাই, কলম্বো, সাংহাই, আবু দাবি ও ব্রিটেনেও ব্যাংকটির কার্যক্রম পরিচালিত আছে। এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকটির বৈদেশিক সম্পদ দাঁড়ায় ৭৫১ কোটি মার্কিন ডলার।