
দুর্দান্ত বোলিং করা ভারতীয় পেসার উমেশ যাদবকে সতর্ক করেছেন আম্পায়ার। বোলিংয়ের পর একটি থ্রো নিয়ে তাকে সতর্ক করা হয়। দিনের শুররুতেই তিন উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশকে এখন টেনে নিয়ে যাচ্ছেন দুই ‘ম’ মুশফিকুর রহীম ও মুমিনুল হক। ২৩.১ ওভারের সময় একবার জীবনও পেয়েছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৬ ওভারে তিন উইকেট হারিয়ে ৬৩ রান। ক্রিজে আছেন মুমিনুল হক ও মুশফিকুর রহীম। দুই দল এখন লাঞ্চ বিরতিতে গিয়েছে। ৩০ মিনিট পর আবারো খেলা শুরু হবে।
ইমরুল-সাদমান দ্রুত ফিরে যাওয়ার ধাক্কা সামলে ওঠার চেষ্টা করছিল বাংলাদেশ মুমিনুল-মিথুনের ব্যাটে। কিন্তু ১৯ রান না হতেই মিথুন আউট হলে ভেঙে যায় তৃতীয় উইকেটের জুটি। মোহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে এলবিডব্লিউর শিকার হন মিথুন। তার ব্যাট থেকে আসে ১২ রান।
কোহলির কথাই ঠিক, পারলেন না ইমরুল-সাদমান
কোহলির কথাই ঠিক হলো। টসের পর ফিল্ডিং পেয়ে ভারতের অধিনায়ক বলেছিলেন, এই উইকেটে সকালে পেসাররা ভয়ংকর মূর্তি ধারণ করবে। ঠিক তাই হলো। দিনের শুরুতেই ইশান্ত-যাদবের শিকার হয়ে সাজঘরে ফিরে যান সাদমান ও ইমরুল। দুজনেই আউট হন ছয় রান করে।
ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে এবাদত-রাহী
ভারতের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচের মধ্য দিয়ে ইতিহাসে নাম লেখালো বাংলাদেশ। এই প্রথম টাইগাররা খেলছে টেস্টের বিশ্বকাপ খ্যাত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ম্যাচটি শুরু হয়েছে। ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত ইনদোরের হলকার স্টেডিয়ামে এই ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছেন অধিনায়ক মুমিনুল হক।
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি মোস্তাফিজুর রহমানকে তার দলের জন্য হুমকি মনে করেছিলেন। কিন্তু এই পেসারের সাম্প্রতিক ফর্মে আস্থা রাখতে পারেনি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। একাদশ সাজানো হয়েছে দুই পেসার ও দুই স্পিনার নিয়ে। পেসে আবু জায়েদ রাহী ও এবাদত হোসেনের সঙ্গে স্পিনে যাদু দেখাবেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি অবশ্য বেজায় খুশি ফিল্ডিং করতে পেরে। টসের পর তিনি জানান, ‘আসলেই আমি আগে বল করতে চেয়েছি। কারণ ইনদোরের এই উইকেটে একটু ঘাস থাকে। আমার দলে তিন পেসারের জন্য সুবিধা হবে।’ ভারত দল সাজিয়েছে ইশান্ত শর্মা, মোহাম্মদ শামী ও উমেষ যাদবকে পেস আক্রমণে রেখে।
বাংলাদেশ একাদশ : সাদমান ইসলাম অনিক, ইমরুল কায়েস, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম, মুমিনুল হক, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী ও এবাদত হোসাইন।
ভারত একাদশ : রোহিত শর্মা, মৈনাক আগারওয়াল, চেতশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিংকা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্র অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি ও উমেষ যাদব।
সানবিডি/ঢাকা/এসএস