দর বৃদ্ধির শীর্ষে বিডি অটোকারস

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-১৭ ১৬:১৬:৪১


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডি অটোকারস লিমিটেড।

জানা গেছে, প্রতিষ্ঠানটির শেয়ার ৯দশমিক ৯৯ শতাংশ দর বেড়েছে। কোম্পানিটির ৫৮৫ বারে ৬১ হাজার ৫৫টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ৯০ লাখ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা কে এন্ড কিউ লিমিটেডের দর বেড়েছে ৯ দশমিক ৬৭ শতাংশ। প্রতিষ্ঠানটি ১ হাজার ৮১ বারে ৯৬ লাখ ৬৫৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৮৩ লাখ টাকা।

তৃতীয় স্থানে থাকা জেমিনি সী ফুড লিমিটেডের দর বেড়েছে ৯ দশমিক ৬৭ শতাংশ। প্রতিষ্ঠানটি ৭৬৯ বারে ৪৭ হাজার ৪৪৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯৯ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- আরডি ফুডের ৯ দশমিক ৩৫ শতাংশ, মিরাকেল ইন্ডান্ট্রিজের ৯ দশমিক ০৯ শতাংশ, মুন্নু সিরামিকের ৮ দশমিক ৯৬ শতাংশ, আনলিমা ইয়ার্নের ৮ দশমিক ৭১ শতাংশ, মিথুন স্পিনিংয়ের ৮ দশমিক ১২ শতাংশ, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৭ দশমিক ৫৮ শতাংশ ও লিবরা ইনফিউশনের ৭ দশমিক ৫০ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সানবিডি/এসকেএস