ভারতের বসিরহাটের তৃণমূলের সংসদ, টলিউড অভিনেত্রী নুসরাত জাহান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তির পর তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নুসরাতের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শ্বাসকষ্টের জন্য নুসরাতকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি অ্যাজমার রোগী। তার দ্রুত আরোগ্য কামনা করে সবার সাহায্য প্রার্থনা করেছেন তারা।
বিশেষ সূত্রের বরাতে ইন্ডিয়া টাইমস, জি নিউজসহ একাধিক একাধিক গণমাধ্যম জানিয়েছে, রোববার রাত ৯টা ৩০ মিনিট নাগাদ আচমকাই প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয় নুসরাতের। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। সেখানে আইসিইউতে তাকে ভর্তি করা হয়।
ডা. সন্দীপ মণ্ডলের অধীনে অভিনেত্রীর চিকিৎসা চলছে। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকেই নুসরাত অসুস্থ হয়ে পড়েছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
সানবিডি/ঢাকা/এসএস