সায়রা মহসিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত
প্রকাশ: ২০১৫-১১-২৩ ১১:০০:০৭
প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুজনিত কারণে শূন্য হওয়া মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে মন্ত্রীর স্ত্রী সৈয়দা সায়রা মহসিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
রোববার ছিল এই আসনের নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন বাতিল হওয়া অপর ৪ জন প্রার্থীতা ফিরে পাওয়ার জন্য আপিল না করায় এই আসনে এখন তিনিই একমাত্র বৈধপ্রার্থী। নির্বাচনী বিধান অনুযায়ী এখন তিনি এই আসনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এমপি।
রির্টানিং অফিসারের কার্যালয় আজ সোমবার এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করবে বলে জানিয়েছেন মৌলভীবাজারের জেলা নির্বাচন অফিসার ও এই আসনের সহকারী রির্টানিং অফিসার কাজী ইস্তাফিজুল হক আকন্দ ।
প্রসঙ্গত, সমাজকল্যান মন্ত্রী সৈয়দ মহসিন আলী এই আসনের এমপি থাকাবস্থায় গত ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ফলে আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশন ৮ ডিসেম্বর ভোট গ্রহণের দিন ঠিক করে নির্বাচনী তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী ১১ নভেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। ওইদিন আওয়মী লীগের প্রার্থী প্রয়াত মন্ত্রীর স্ত্রী সৈয়দা সায়রা মহসিনসহ ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।