বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পেঁয়াজের দাম তাৎক্ষণিক কমে গেল কেজিতে ৫০ টাকা। আজ সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহানা নাসরিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত আচমকাই মাদারিপুরের রাজৈরের টেকেরহাট বন্দরে পাইকারি বাজারে অভিযান চালায়।
সে সময় পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছিল। অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীকে মোট ২১ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। তাদের মধ্যে মো. খোকন খালাশীকে ৫০০০ টাকা, শফিকুলকে ৫০০০ টাকা, রিপনকে ৫০০০ টাকা, চুন্নুকে ৩০০০ টাকা ও পলাশকে ৩০০০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর ছড়িয়ে পড়ায় এর প্রভাব পড়ে খুচরা বাজারেও। দ্রুতই পেঁয়াজের দাম কমে ১৫০-১৭০ টাকায় বিক্রি করা শুরু হয়।
এদিকে, দাম কমে যাওযায় পেঁয়াজের দোকানগুলোতে হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা। যে যেখানে যে কাজে ছিলেন তা ফেলেই পেঁয়াজ কেনা শুরু করেন। বাদ যাননি স্থানীয় সাংবাদিকরাও, খবর সংগ্রহের ফাঁকে কিনে নিলেন পেঁয়াজ।
সানবিডি/ঢাকা/এসএস