দর বৃদ্ধির শীর্ষে বিডি অটোকার্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-২০ ১৬:৪৯:৫৮

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডি অটোকার্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রতিষ্ঠানটির শেয়ার ৯ দশমিক ০৫ শতাংশ দর বেড়েছে। কোম্পানিটি ১ হাজার ৩ বারে ১ লাখ ৯ হাজার ৯৮৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৮৬ লাখ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা বিকন ফার্মার দর বেড়েছে ৭ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি এক হাজার ৬০৬ বারে ২৫ লাখ ৮৩ হাজার ৪৮৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৬৮ লাখ টাকা।
তৃতীয় স্থানে থাকা এমএল ডাইংয়ের বেড়েছে ৭ দশমিক ৯৬ শতাংশ। প্রতিষ্ঠানটি ১ হাজার ১০৬ বারে ১৩ লাখ ১৮ হাজার ৯৪৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৬৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-ন্যাশনাল টিউবসের ৭ দশমিক ২৮ শতাংশ , এশিয়া ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৯৩ শতাংশ, পাইনিয়র ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৬৭ শতাংশ, কে অ্যান্ড কিউয়ের ৬ দশমিক ১৪ শতাংশ, এমআই সিমেন্টের ৬ দশমিক ০৬ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৭৮ শতাংশ ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের ৪ দশমিক ৯৩ শতাংশ শেয়ার দর বেড়েছে ।
সানবিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












