দর বৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-২১ ১৬:৪৪:৩৪


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৪  শতাংশ। কোম্পানিটি ২৫৮  বারে ১ লাখ ৩৩ হাজার ৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭৪  লাখ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের দর বেড়েছে ৯ দশমিক ৮১ শতাংশ। কোম্পানিটি  এক হাজার ১০০ বারে ১৪ লাখ ৫৩ হাজার  ২৯১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি  ৯২ লাখ টাকা।

তৃতীয় স্থানে থাকা কুইন সাউথ টেক্সটাইলের ৮ দশমিক ৬৯ শতাংশ দর বেড়েছে। ৫৩৩ বারে ৪ লাখ ৩৭ হাজার ৮৫৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি  ১৭ লাখ টাকা।

লেনদেন তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলোর মধ্যে- মোজাফফর হোসাইন স্পিনিংয়ের ৭ দশমিক ৬৯ শতাংশ, এমএল ডাইংয়ের ৭ দশমিক ৬৫ শতাংশ, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৫৬ শতাংশ, জিকিউ বলপেনের ৬ দশমিক ৫২ শতাংশ, কাশেম ইন্ডাস্ট্রিজের ৬ দশমিক ১৯ শতাংশ, বিডি অটোকার্সের ৬ দশমিক ১২ শতাংশ এবং পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৫দশমিকর ৭১ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সানবিডি/এসকেএস