সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ন্যাশনাল টিউবস
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-২৩ ১১:২৬:১৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল টিউবস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৯ লাখ ৩০ হাজার ৯১৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ৭৮ কোটি ৩৯ লাখ ৩৩ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় থাকা গ্রামীনফোনের ২৩ লাখ ২৭ হাজার ৫৬৫ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ৭৫ কোটি ১৮ লাখ ৩২ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৯৭ লাখ ৯৩ হাজার ৯৯৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৯ কোটি ১১ লাখ ৪০ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-বিকন ফার্মাসিউটিক্যালস, এশিয়া ইন্স্যুরেন্স, ওয়াটা কেমিক্যালস, বাংলাদেশ সাবমেরিন কেবল, স্কয়ার ফার্মা, স্ট্যাইল ক্রাফট ও ন্যাশনাল পলিমার।
সানবিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












