শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
নিজামীর আপিল শুনানি মুলতবি
প্রকাশিত - নভেম্বর ২৩, ২০১৫ ২:৫৯ পিএম
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিল শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেছেন আদালত।
প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চে সোমবার সকাল ১০টা থেকে শুরু হয় নিজামীর মামলার আপিল শুনানি। শুনানি চলে দুপুর ১টা পর্যন্ত।
আদালতে নিজামীর পক্ষে আপিলের পেপারবুক পাঠ করেন আইনজীবী এস এম শাহজাহান। গত ৯ সেপ্টেম্বর নিজামীর আপিল শুনানি শুরু হয়। প্রথম দিনে আদালতে রাষ্ট্রপক্ষে ট্রাইব্যুনালের রায়ের অংশ পাঠ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
উল্লেখ্য, গত বছরের ২৯ অক্টোবর বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.