ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি?
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-২৮ ১৮:০৫:০৪

বঙ্গবন্ধু বিপিএলের আর বেশি দিন বাকি নেই। এখনো দলগুলো নিজেদের গুছিয়ে নিয়ে অনুশীলন শুরু করতে পারেনি। তবে ব্যক্তিগতভাবে আজ অনুশীলন করেছেন ঢাকা প্লাটুনের মাশরাফি মোর্ত্তজা ও তামিম ইকবাল। তাদের সঙ্গে ছিলেন এই আসরে ঢাকার কোচের দায়িত্ব পাওয়া সালাউদ্দিনও। অনুশীনের পর কোচ কথা বলেন দলের অবস্থা নিয়ে, তার মধ্যে একটি ছিল ঢাকা প্লাটুনের অধিনায়ক কে হচ্ছেন সেটিও।
ঢাকা প্লাটুনে আছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি মোর্ত্তজা। তিনি গত আসরে রংপুর রাইডার্সের অধিনায়কত্ব করেছিলেন। এবার এখনো অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি। স্বাভাবিকভাবেই কোচের কাছে প্রশ্ন ছুটে গেলো ঢাকার অধিনায়ক কী মাশরাফিই হচ্ছেন? তিনি জানালেন, এখনো বসেননি এই বিষয় নিয়ে।
আজ বৃহস্পতিবার দুপুরে সালাউদ্দিন বলেন, ‘এটা আসলে আমরা সিদ্ধান্ত নিইনি, অফিসিয়ালি বসে আনুষ্ঠানিক একটা ঘোষণা আসবে। এটা নিয়ে এখনো আমরা বসিনি, কারণ ফ্র্যাঞ্চাইজি এখন যেভাবে শুরু হয়েছে আমরাতো খুব কম সময় পেয়েছি।’
সব কাজ গুছিয়ে নিয়ে আসতে কষ্ট হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, ‘উনারাও অনভিজ্ঞ আসলে এ জায়গাটায় আসলে কীভাবে কাজ করতে হবে। ওদের একটু সময় দিতে হবে, অনেক জনবল দরকার, অনেক জিনিসপত্র সেটাপ করতে হবে। আমরা বসার সময় পাচ্ছি না। অফিসিয়াল অন্য কাজগুলো গুছিয়ে আনতে অনেক কষ্ট হচ্ছে। আমার মনে হয় এগুলো একটা অবস্থায় চলে আসলে আমরা এরপর দল নিয়ে চিন্তা ভাবনা করবো।’
এবার বিপিএলের ড্রাফটে প্রথমে দল পাচ্ছিলেন না মাশরাফি। শেষ দিকে তাকে ঢাকা প্লাটুন কিনে নেয়। দেশী ক্রিকেটারদের মধ্যে তামিম ইকবাল ও বিদেশী ক্রিকেটারদের মধ্যে আফ্রিদিদের মতো বড় নাম নিয়েই দল গড়েছে ঢাকা প্লাটুন। ১১ ডিসেম্বর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার্সের মধ্যে ম্যাচ দিয়ে শুরু হবে এ আসরের মাঠের লড়াই। শেষ হবে ১৭ জানুয়ারি ফাইনালের মধ্য দিয়ে।
ঢাকা প্লাটুন
দেশি : তামিম ইকাবল খান, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, মেহেদী হাসান, আরিফুল হক, মুমিনুল হক, শুভাগত হোম, মাশরাফি বিন মোর্ত্তজা, জাকের আলী অনিক।
বিদেশি : থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), ল্যরি ইভান্স (ইংল্যান্ড), ওয়াহাব রিয়াজ (পাকিস্তান), লুইস রিচ (ইংল্যান্ড), শহীদ আফ্রিদি (পাকিস্তান)।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












