গর্ভধারণ করার একটি ন্যুনতম বয়স লাগে। কিন্তু মায়ের গর্ভেই যদি কোনো কন্যা শিশু গর্ভবতী হয় তবে অবাক না হয়ে উপায় নেই। আর এমন অবাক করা ঘটনা ঘটেছে কলম্বিয়ায়।
মার্কিন গণমাধ্যম ইনসাইডার জানায়, কলম্বিয়ার বার্রানকুইল্লার মনিকা ভেগা নামে এক নারী সাত মাসের গর্ভাবস্থায় চিকিৎসকের কাছে যান। চিকিৎসক তার আল্ট্রাসনোগ্রাম করে দেখেন মনিকার গর্ভে দুটি সন্তান।
এখানেই শেষ নয়, চিকিৎসক দেখেন- একটি সন্তান সরাসরি মনিকার পেটে থাকলেও আরেকটি ভ্রুণ মনিকার শিশুটির গর্ভে পরাশ্রয়ীর মতো লেগে আছে। এরপর ওই শিশুটির জন্মের পরপরই সিজারের মাধ্যমে ভ্রুণটি আলাদা করা হয়।
তবে মনিকার আরেক সন্তানের পেটে ভ্রুণ থাকলেও সেটির মস্তিষ্ক ও হৃদয় তৈরি হয়নি বলে জানান চিকিৎসকরা।
কলম্বিয়ার মামাজ লেটিনস হাসপাতালে জন্ম নেওয়া বিস্ময় বালিকার নাম রাখা হয়েছে ইতজমারা। চিকিৎসকরা জানিয়েছেন, ইতজমারা এখন সুস্থ আছে।
সানবিডি/ঢাকা/এসএস