রোববার শেষ হচ্ছে আয়কর জমা দিন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১১-৩০ ১৮:২০:১৭
আয়কর জমা দেয়ার সময় শেষ হওয়ার কথা ছিল ৩০ নভেম্বর, কিন্তু ঐ দিন সাপ্তাহিক ছুটি থাকায় জমা দেয়ার সময় বাড়ালো এনবিআর।
সানবিডিকে এ তথ্য নিশ্চিত করেন এনবিআরের পাবলিক রিলেশন অফিসার (পিআরও) সৈয়দ এ মোমেন।
তিনি বলেন, জমা দেয়ার শেষের দুই দিন শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আমরা সিন্ধান্ত নিয়েছি শুধু শুক্রবার বন্ধ থাকবে এবং যথারীতি শনি ও রোববার ১ লা ডিসেম্বর আয়কর জমা দিতে পারবেন গ্রাহকরা। এটা মূলত আয়কর প্রদানকারীদের সুবিধার কথা চিন্তা করে আমরা করেছি।
উল্লেখ্য, গত ১৪ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু হয়েছিল।
২০১০ সালে প্রথমবারের মতো দেশে মেলার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরপর থেকে প্রতিবছরই এই মেলা আয়োজনের মধ্য দিয়ে এনবিআর করদাতা সংগ্রহে নামে, রিটার্ন জমা ও কর পরিশোধের সুযোগ করে দেয়। এখানে করসংক্রান্ত তথ্যও সরবরাহ করা হয়।
সানবিডি/ঢাকা/এসএস