দর বৃদ্ধির শীর্ষে ইসলামী ব্যাংক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-০২ ১৭:১৮:০২

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৩৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩২৮ বারে ৩৫ লাখ ৭৯ হাজার ৪৭০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি টাকা।
দ্বিতীয় স্থানে থাকা প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৬৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪১৬ বারে ৩৬ লাখ ৬২ হাজার ৩৬৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ৫০ লাখ টাকা
তৃতীয় স্থানে থাকা ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ৩৬৩ বারে ৫ লাখ ৭৫ হাজার ২০০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ১৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৮ দশমিক ৮৭ শতাংশ, স্ট্যাইল ক্রাফটের ৮ দশমিক ৭২ শতাংশ,, সিলকো ফার্মার ৮ দশমিক ৪২ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ৮ দশমিক ০৪ শতাংশ, ফ্যামিলি টেক্সের ৭ দশমিক ৪০ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৬ দশমিক ০১ শতাংশ ও প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেডের ৫ দশমিক ৫৩ শতাংশ শেয়ার দর বেড়েছে ।
সানবিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












