জাবিতে ৪১তম ব্যাচের তিন দিনব্যাপী ‘চতুর্থ বর্ষপূর্তি উৎসব শুরু
প্রকাশ: ২০১৫-১১-২৩ ১৯:০৯:১৪

‘লেটস্ ড্রিম এ ড্রিম টুগেদার’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের ৪১ তম ব্যাচের শিক্ষার্থীরা চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী ‘চতুর্থ বর্ষপূর্তি উৎসব’র আয়োজন করেছে।
সোমবার দুপুর সাড়ে ১২টায় বিশ^বিদ্যালয় মেডিক্যালের সামনে এ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চতুর্থ বর্ষপূতি উদযাপন কমিটির আহ্বায়ক শাহ আলম সাজু পুলক।
তিনি আরও বলেন, আজ (সোমবার) বিকেল পাঁচটায় ক্যাফেটেরিয়া চত্ত্বরে ফানুস উৎসবের মধ্য দিয়ে তিনদিন ব্যাপী অনুষ্ঠানের যাত্রা শুরু হবে। সন্ধ্যায় সেলিম আল দীনমুক্তমঞ্চে ৪১ তম ব্যাচের শিক্ষার্থীদের পরিবেশনায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
দ্বিতীয় দিন ২৪ নভেম্বর (মঙ্গলবার) ৪১ তম ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহনে সকালে র্যালি এবং রাতে নৈশভোজ এবং ক্যাম্প ফায়ারের ব্যবস্থা করা হয়েছে।
উৎসবের তৃতীয় ও শেষদিন ২৫ নভেম্বর (বুধবার) থাকছে সেলিম আল দীন মুক্তমঞ্চে কনসার্ট।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় সংসদ সদস্য ড. এনামুর রহমানসহ প্রমুখ।
সানিবডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













