দর বৃদ্ধির শীর্ষে নিউ লাইন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-০৪ ১৬:৩৭:১০

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নিউ লাইন ক্লোথিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ৯২৬ বারে ৩০ লাখ ৩৯ হাজার ৩৪৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৯৬ লাখ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ ন্যাংশনাল ইন্সুরেন্সের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩০৯ বারে ৩৪ লাখ ৪৭ হাজার ৮৯৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ২২ লাখ টাকা।
তৃতীয় স্থানে থাকা মোজাফ্ফার হোসেন শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৩৭ শতাংশ। কোম্পানিটি ৩২৫ বারে ৬ লাখ ৬২ হাজার ৯৫১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সাইহাম কটনের ৮ দশমিক ২১ শতাংশ, এমবিএল ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮ দশমিক ০৮ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৭ দশমিক ৩৩ শতাংশ, হাক্কানী পাল্পের ৭ দশমিক ৩০ শতাংশ, ডরিন পাওয়ারের ৬ দশমিক ৯৮ শতাংশ, সোনার বাংলা ইন্সুরেন্সের ৬ দশমিক ৯৪ শতাংশ ও হামিদ ফেব্রিক্সের ৬ দশমিক ৮৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।
সানবিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












