সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-০৭ ১১:১৩:২৬

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর বেড়েছে ৩৮ দশমিক ৪০ শতাংশ। শেয়ারটি ৫০ কোটি ৭২ লাখ ৮১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১০ কোটি ১৪ লাখ ৫৬ হাজার ২০০ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা জাহিন স্পিনিংয়ের দর বেড়েছে ২৮ দশমিক ৭৫ শতাংশ। শেয়ারটি ১৪ কোটি ৬৩ লাখ ৯৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৯২ লাখ ৭৮ হাজার ৬০০ টাকা।
তৃতীয় স্থানে থাকা প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের সপ্তাহজুড়ে দর বেড়েছে ১৮ দশমিক ৭৫ শতাংশ। ফান্ডটি সর্বমোট ১৩ কোটি ৭৯ লাখ ৫০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৭৫ লাখ ৯০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রাইম ইন্স্যুরেন্সের ১৬ দশমিক ৬০ শতাংশ, ড্যাফডিল কম্পিউটারের ১৫ দশমিক ৪৬ শতাংশ, দুলামিয়া কটন স্পিনিংয়ের ১৪ দশমিক ৯৬ শতাংশ, এনভয় টেক্সটাইলের ১৩ দশমিক ৮৬ শতংশ, তুং হাই নিটিংয়ের ১৩ দশমিক ৬৪ শতাংশ এবং ইনফরমেশন সার্ভিসেসের ১৩ দশমিক ৪৫ শতাংশ দাম বেড়েছে।
সানবিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












