সাপ্তাহিক দর পতনের শীর্ষে স্টাইল ক্রাফট
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-০৭ ১২:১৫:৩৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহিক দর পতনের শীর্ষে উঠে এসেছে স্টাইল ক্রাফট। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ৫৬ দশমিক ২৩ শতাংশ। কোম্পানিটি ১৯ কোটি ৭২ লাখ ১৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৯৪ লাখ ৪৩ হাজার ৬০০ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা এসিআই লিমিটেডের দর কমেছে ১৯ দশমিক ৫৭ শতাংশ। শেয়ারটি ৪ কোটি ৮৩ লাখ ৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯৬ লাখ ৬০ হাজার ৬০০ টাকা।
তৃতীয় স্থানে থাকা কুইন সাউথ টেক্সটাইলের দর কমেছে ১৭ দশমিক ১৬ শতাংশ। শেয়ারটি ১০ কোটি ১২ লাখ ৭২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ২ লাখ ৫৪ হাজার ৪০০ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো মধ্যে- প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ১৬ দশমিক ৬০ শতাংশ, বঙ্গজের ১৬ দশমিক ০২ শতাংশ, একটিভ ফাইন কেমিক্যালসের ১৪ দশমিক ১৪ শতাংশ, সালভো কেমিক্যালের ১২ দশমিক ৯৩ শতাংশ, ফার্স্ট ফিন্যান্সের ১১ দশমিক ৩৬ শতাংশ, কপারটেক ইন্ডাস্ট্রিজের ১০ দশমিক ৬৪ শতাংশ ও ওরিয়ন ফার্মার ১০ দশমিক ৫১ শতাংশ।
সানবিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












