দর বৃদ্ধির শীর্ষে সিনো বাংলা

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-১২-০৮ ১৬:৩৫:০৭


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ২৯৮ বারে ১৭ লাখ ৬৭ হাজার ৩৭৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ কোটি ৬৩ লাখ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা আনলিমা ইয়ার্নের শেয়ার দর বেড়েছে ৭ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ৬৫৭ বারে ৫ লাখ ৭০ হাজার ৮৩৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।

তৃতীয় স্থানে থাকা হাক্কানী পাল্পের শেয়ার দর বেড়েছে ৬ দশমিক ৬৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১১১ বারে ৩ লাখ ৫২ হাজার ৯৭৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৭২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-স্ট্যান্ডার্ড সিরামিকের ৫ দশমিক ২৬ শতাংশ, বসুন্ধরা পেপারের ৩ দশমিক ৮৮ শতাংশ, বিডি অটোকার্ডের ৩ দশমিক ৮৫ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৩ দশমিক ১০ শতাংশ, হাওয়েল টেক্সটাইলের ২ দশমিক ৬৫ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ২ দশমিক ৫৯ শতাংশ ও বিএসআরএম স্টীলের ২ দশমিক ৫৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সানবিডি/এসকেএস