এফআরসির নির্বাহী পরিচালক হিসেবে যোগ দিলেন সাঈদ আহমেদ
সান বিডি ডেস্ক আপডেট: ২০২০-০৮-১২ ২৩:৪৬:৪৯

ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) নির্বাহী পরিচালক হিসেবে যোগ দিয়েছে সাঈদ আহমেদ এফসিএ। গত ১লা ডিসেম্বর তিনি এফআরসিতে অডিট প্রাক্টিস রিভিউর দায়িত্ব পালন করবেন।
সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, তিনি এর আগে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি পূবালী ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ রিস্ক অফিসার হিসাবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের স্বতন্ত্র পরিচালক ও ডেল্টা লাইফ সিকিউরিটিজের পরিচালকের দায়িত্ব পালন করেছেন।
সাঈদ আহমেদ ফিনান্স এবং ব্যাংকিং খাতে দীর্ঘ কর্মজীবনের সময় তিনি আর্থিক প্রশাসন, ক্রেডিট ঝুঁকি ব্যবস্থাপনা, কোষাগার পরিচালনা, বিনিয়োগ ব্যবস্থাপনা, মূল ঝুঁকি ব্যবস্থাপনা, কাঠামোগত ফিনান্সিং এবং ট্রিপল ডাউনলাইন ব্যবস্থাপনার অভিজ্ঞতা অর্জন করেছেন।
তিনি বি.কম (অনার্স), স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং এবং তথ্য সিস্টেম বিভাগ থেকে প্রথম শ্রেণি অর্জন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইবিএ ও এমবিএ করেছেন। আহমেদ বাংলাদেশের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইনস্টিটিউটের একজন ফেলো সদস্য এবং যুক্তরাজ্যের চার্টার্ড ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস (সিআইএমএ) এর সহযোগী সদস্য।তিনি চার্টার্ড গ্লোবাল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট (সিজিএমএ )। তিনি আইএফআরএস বিশেষজ্ঞ এবং এসিএ প্রোগ্রামের অ্যাডভান্স লেভেলের বিষয়গুলির জন্য বাংলাদেশের আইসিএইউ (ইংল্যান্ডে ওয়েস্টার্ন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস) প্রশিক্ষক।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












