মিস ইউনিভার্স হলেন দক্ষিণ আফ্রিকার তুনজি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-০৯ ১৬:০৯:৫৯


মিস দক্ষিণ আফ্রিকা জোজিবিনি তুনজি ২০১৯ সালের মিস ইউনিভার্সের খেতাব জিতে নিলেন। জর্জিয়ার আটলান্টা শহরে স্থানীয় সময় রোববার (০৮ ডিসেম্বর) রাতে তার মাথায় সেরার মুকুট পরিয়ে দেন মিস ইউনিভার্স ২০১৮ ক্যাটরিওনা গ্রে।

এবারের প্রতিযোগিতায় প্রথম রানার্স-আপ হয়েছেন মিস পুয়ের্তো রিকো ম্যাডিসন অ্যান্ডারসন এবং দ্বিতীয় রানার্স-আপ মিস মেক্সিকো সোফিয়া আরাগন।

২৬ বছর বয়সী তুনজি দক্ষিণ আফ্রিকার তসলো শহরে বসবাস করেন। তিনি লিঙ্গ-ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে বেশ সক্রিয়।

এবার মিস ইউনিভার্সের ৬৮তম আসরের মূল পর্বে বিশ্বের ৯০টি দেশের প্রতিযোগী অংশ নেন। সেখান থেকে সেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকান এই তরুণী।

প্রথমবারের মতো বাংলাদেশও এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। কিন্তু মিস ইউনিভার্স বাংলাদেশ শিরিন আক্তার শিলা সেরা বিশেও জায়গা করে নিতে পারেননি।
সানবিডি/ঢাকা/এসএস