
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৮১ বারে ২২ লাখ ৮৮ হাজার ৩৩১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৫৮ লাখ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা খুলনা পাওয়ারের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৩ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬১৬ বারে ১৯ লাখ ৮০ হাজার ৭৫৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৬৬ লাখ টাকা।
তৃতীয় স্থানে থাকা নর্দার্ণ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ০৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৪৩ বারে ২১ লাখ ৫২ হাজার ৪৫০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৫৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ৫ দশমিক ৭০ শতাংশ, শতাংশ দর বেড়েছে। প্রাইম ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৫৫ শতাংশ, ইফাদ অটোসের ৫ দশমিক ৫ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৫ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৪ দশমিক ৩৭ শতাংশ, নিউ লাইন ক্লোথিংসের ৪ দশমিক ১৬ শতাংশ ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেডের ৪ দশমিক ০১ শতাংশ শেয়ার দর বেড়েছে।
সানবিডি/এসকেএস