
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আনলিমা ইয়ার্ন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির দর বেড়েছে ১২ দশমিক ৭৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি ৭ কোটি ৮২ লাখ ৩৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৫৬ লাখ ৪৭ হাজার ৮০০ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা কে অ্যান্ড কিউয়ের দর বেড়েছে ১২ দশমিক ৬৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি ১০ কোটি ৬২ লাখ ৩৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ১২ লাখ ৪৭ হাজার ৮০০ টাকা।
তৃতীয় স্থানে থাকা প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের দর বেড়েছে ১১ দশমিক ৫৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি ২৮ কোটি ৯২ লাখ ৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৭৮ লাখ ৪০ হাজার ৮০০ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ১১ দশমিক ০১ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ১০ দশমিক ৭০ শতাংশ, ইফাদ অটোসের ১০ দশমিক ২০ শতাংশ, খুলনা পাওয়ারের ৯ দশমিক ৬৯ শতাংশ, রেকিট বেনকিজারের ৯ দশমিক ০৮ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৭৩ শতাংশ এবং প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ার দর ৮ দশমিক ১১ শতাংশ শেয়ার দর বেড়েছে।
সানবিডি/এসকেএস