সাপ্তাহিক দর পতনের শীর্ষে ম্যাকসন্স স্পিনিং

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-১৪ ১২:৩৩:২৭


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ম্যাকসন্স স্পিনিং। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির দর কমেছে ১৮ দশমিক ১৮ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি ২ কোটি ৪৫ লাখ ৩৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৯ লাখ ৬ হাজার ৮০০ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা রিজেন্ট টেক্সটাইলের দর কমেছে ১৭ দশমিক ৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি ২ কোটি ৮৩ লাখ ৮৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫৬ লাখ ৭৬ হাজার ৬০০ টাকা।

তৃতীয় স্থানে থাকা সায়হাম টেক্সটাইলের দর কমেছে ১৫ দশমিক ৬ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি  ৬৫ লাখ ২৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৩ লাখ ৪ হাজার ৬০০ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- আল-হাজ টেক্সটাইলের ১৪ দশমিক ১৮ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্স ১৩ দশমিক ৭৯, স্টাইলক্রাফটের ১৩ দশমিক ৩৪, এসিআই লিমিটেডের ১২ দশমিক ৭৬, মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলসের ১২ দশমিক শূন্য ৪, তুং হাই নিটিং অ্যান্ড ডাইংয়ের ১২ শতাংশ এবং এস এস স্টিলের ১১ দশমিক ৪৭ শতাংশ শেয়ার দর কমেছে।

সানবিডি/এসকেএস