এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে কমেছে পেঁয়াজের দাম। বিক্রিতে হচ্ছে কেজিতে ৭০ থেকে ৮০ টাকা। এতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে।
দেশি পেঁয়াজের দাম কমায় ও উৎপাদন বেশি হওয়ায় দাম কমেছে বলে জানিয়েছেন হিলি বাজার ব্যবসায়ীরা।
গত এক সপ্তাহ আগে ভারতীয় পেঁয়াজ বন্দরের মোকামগুলোতে পাইকারি বিক্রি হয়েছে ১৮০ থেকে ১৯০ টাকা কেজি দরে। শনিবার বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা দরে। খুচরা বাজারে বিক্রি হচ্ছে প্রকারভেদে ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে।
হিলি বাজারের পাইকারি পেঁয়াজ বিক্রেতা ফেরদৌস রহমান বলেন, এক সপ্তাহ আগে যে পেঁয়াজ ১৮০ থেকে ১৯০ টাকা কেজি দরে বিক্রি করেছি, সেই পেঁয়াজ আজ বিক্রি হচ্ছে কেজিতে ৭০ থেকে ৮০ টাকা। গত সেপ্টেম্বর থেকে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাওয়ায় দিন দিন পেঁয়াজের দাম বেড়ে প্রায় ২০০ টাকা কেজি দরে হয়। দেশি পেঁয়াজের উৎপাদন বাড়ায় কমতে শুরু করেছে পেঁয়াজের দাম।
খুচরা বিক্রেতা সোহেল জানান, পেঁয়াজের দাম কম হওয়ায় স্বস্তি ফিরছে ক্রেতাদের মাঝে। হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক বাবুল হোসেন বলেন, আগামী মার্চে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হওয়ার সম্ভাবনা রয়েছে। হিলিবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হলে পেঁয়াজের বাজার আগের মতো আবার স্বাভাবিক হবে।
সানবিডি/ঢাকা/এসএস