জাপানী নারী নাগরিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালত পাঠানো হচ্ছে। তাদের ১০ দিনের রিমান্ড আবেদনও করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মারুফুল ইসলাম, রাশেদুল হক খান বাপ্পি, ফখরুল ইসলাম, ডা. বিমল চন্দ্র শীল ও জাহাঙ্গীর আলম।
ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার মুনতাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরের মধ্যে তাদের আদালতে প্রেরণ করা হবে।
তিনি আরো জানান, গতকাল রোববার ওই নারীর মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য আবেদন করা হয়েছে। আগামী ২৬ নভেম্বর এর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।