ব্লক মার্কেটে লেনদেন ৯ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-১৭ ১৫:৪৫:৪৯


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৯টি কোম্পানির ৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ৫ লাখ ৫৮ হাজার ৫৫টি শেয়ার ৪০ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৯ কোটি ৩ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড সিরামিকের ৩ কোটি ৯৮ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া ব্লক মার্কেটে রেনেটার ৩ কোটি ৩৩ লাখ ৪০ হাজার, লাফার্জহোলসিমের ৩৫ লাখ ৬০ হাজার,  গ্রামীণফোনের ১৩ লাখ ২৭ হাজার টাকার, নর্দার্ণ জেনারেল ইন্স্যুরেন্সের ১৩ লাখ ৭৫ হাজার টাকার, রেকিট বেনকিজারের ২০ লাখ ৩৮ হাজার টাকার, স্কয়ার ফার্মার ১৮ লাখ ৯৮ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৩৪ লাখ ৫০ হাজার টাকার এবং জাহিন স্পিনিংয়ের ৩২ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সানবিডি/এসকেএস