দর বৃদ্ধির শীর্ষে আনলিমা ইয়ার্ন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-১৭ ১৭:০৮:২৮


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে  আনলিমা ইয়ার্ন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ১৯ শতাংশ। কোম্পানিটি ৬০২ বারে ৪ লাখ ৯হাজার ৬৯৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩২ লাখ টাকা।

দ্বিতীয় স্থানে থাকা বিকন ফার্মার শেয়ার দর বেড়েছে ৫  শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮৭৮ বারে ৩৩ লাখ ৬০ হাজার ৩৭৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ কোটি ২৮ লাখ টাকা।

তৃতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ার দর বেড়েছে ৪ দশমিক ৭২ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৭৬৫ বারে ৯০ হাজার ৯৬০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৫৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রহিম টেক্সটাইলের ৪ দশমিক ৭২ শতাংশ, হাক্কানী পাল্পের ৪ দশমিক ৪২ শতাংশ, কর্ণফুলী ইন্সুরেন্সের ৪ দশমিক ২৮ শতাংশ, অগ্নি সিস্টিমের ৪ দশমিক ১০ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৩ দশমিক ০৬ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ৩ শতাংশ ও গ্লাক্সো স্মিথক্লাইনের ২ দশমিক ৪৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সানবিডি/এসকেএস