সিএফএ সার্টিফিকেট পেলো পুঁজিবাজারের ১০ জন
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-১২-১৭ ১৯:৪৮:২৫
বিনিয়োগ পেশাদারিত্বের সর্বোত্তম মান নির্ধারণকারী প্রতিষ্ঠান গ্লোবাল অ্যাসোসিয়েশনের চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট(সিএফএ) সার্টিফিকেট পেলো ২০ জন। এর মধ্যে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে ১০ জন। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে তাদের হাতে সনদ তুলে দিয়েছেন সিএফএ ইনস্টিটিউটের উপদেষ্টা পল স্মিথ।
পুঁজিবাজারে কর্মরত ১০ জন হলেন: এ এম মারগুব আহমেদ হামেদী (লঙ্কাবাংলা ফিনান্স লিমিটেড), আহমেদ ওমর সিদ্দিক (শান্ত সিকিউরিটিজ লিমিটেড), হাওলাদার মোহাম্মদ জাহিদ হাসান (শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড), কাজী রাকিব-উল হক ( ইএফজি হার্মিস), কাজী উম্মে সুমাইয়া (আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড), মোঃ ইকবাল হোসেন (বাংলাদেশ ব্যাংক), মোঃ সাকিব চৌধুরী (ইউসিবি), মোঃ শাকিল আহমদ (ইউনাইটেড ফিনান্স লিমিটেড), মোঃ আরমান ছাই নয়ন (আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড), শাহ রাকিব খান (ব্র্যাক ইপিএল)
বাকী ১০ জন হলেন: আজিজুল কাদির (এসবিইউ র্যা ঙ্কন ইনফ্রাস্ট্রাকচারস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড), মায়শা মেহনাজ (স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক), মোঃ আছাদুর রহমান ভূঁইয়া (আইডিসিএল), মোহাম্মদ আবদুল আউয়াল (বেসিক ব্যাংক), মহিবুল হক (বেসিক ব্যাংক), মুহম্মদ তাইবুর রহমান (সিএপসিও), নাজমুস সাদাত (নর্দান বিশ্ববিদ্যালয়), নোমান আল হাসান ( এফপিপি প্রশিক্ষণ ও পরামর্শ), পিয়ানকি অডিটি দত্ত (রবি আজিয়াটা), সরকার মোঃ রেজোয়ান হক (ইউএসএআইডি বাংলাদেশ),
সিএফএ ইনস্টিটিউটের উপদেষ্টা পল স্মিথ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নতুন সনদধারীদের মাঝে সনদ প্রশংসা পত্র বিতরণ করেন। তিনি বাংলাদেশের আর্থিক বাজারের সম্ভাবনার প্রশংসা করেছেন এবং দেশের আর্থিক পরিসেবা খাতের ভবিষ্যৎ আর্থিক নেতা হিসাবে নতুন চার্টারহোল্ডারদের প্রশংসা করেছেন। ডঃ আহসান এইচ মনসুর, নির্বাহী পরিচালক, পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ, সিএফএ সোসাইটি বাংলাদেশের সভাপতি সিএফএ শহীদুল ইসলাম এবং এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্সের চেয়ারম্যান ইফতি ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
সিএফএ সনদ অর্জনের জন্য, প্রার্থীদের ধারাবাহিকভাবে তিনটি ছয়-ঘন্টা পরীক্ষা পাস করতে হবে। যা বিনিয়োগের পেশায় সবচেয়ে কঠোর হিসাবে বিবেচিত হয়। সিএফএ পাঠ্যক্রমটিতে নৈতিক ও পেশাদার মান অন্তর্ভুক্ত; আর্থিক প্রতিবেদন এবং বিশ্লেষণ; কর্পোরেট অর্থ; অর্থনীতি; পরিমাণগত পদ্ধতি; ইক্যুইটি, স্থির আয়, বিকল্প বিনিয়োগ; ডেরিভেটিভস; পোর্টফোলিও ম্যানেজমেন্ট; এবং সম্পদ পরিকল্পনা। বর্তমানে, ১৭০টি দেশ এবং অঞ্চলগুলিতে ১৫০,০০০ এর বেশি বিনিয়োগ পেশাদার সিএফএ সনদ ধারণ করে।
সিএফএ ইনস্টিটিউট সম্পর্কে:
সিএফএ ইনস্টিটিউট হলো বিনিয়োগ পেশাদারদের বিশ্বব্যাপী একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান আর্থিক খাতের যোগ্য জনবল তৈরি করার জন্য কাজ করে। সিএফএ ইনস্টিটিউটের ১৫০ টিরও বেশি দেশ ও অঞ্চলে কাজ করে। বর্তমানে এর সদস্য সংখ্যা প্রায় ১ লাখ ৭০ হাজারের মতো। আরও তথ্যের জন্য, www.cfainstitute.org.দেখুন।
সিএফএ সোসাইটি বাংলাদেশ:সিএফএ ইনস্টিটিউটের একটি আঞ্চলিক ফোরাম হলো সিএফএ সোসাইটি বাংলাদেশ। এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের সদস্যদের মান বৃদ্ধি, নেটওয়ার্কিংয়ের জন্য কাজ করে। বাংলাদেশে বিনিয়োগ বিশ্লেষণ, পোর্টফোলিও পরিচালনা ও সংশ্লিষ্ট শাখাগুলির ক্ষেত্রে এই সদস্যদের জন্য পেশাদার সদস্যের উচ্চ দক্ষতা অর্জন, লালন ও বজায় রাখা এই সোসাইটির লক্ষ্য। বর্তমানে বাংলাদেশে এর সদস্য সংখ্যা ১১৮ জন।
সানবিডি/ঢাকা/এসআই