পেঁয়াজ বেচে একমাসেই কোটিপতি কৃষক
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-১৮ ১৪:৪২:২৯
একেই হয়তো বলে কারো পৌষ মাস, কারো সর্বনাশ। পেঁয়াজের ঊর্ধ্বমূল্য মধ্যবিত্তের কষ্টের কারণ হলেও কারো কারো জন্য বয়ে এনেছে আর্শীবাদ। তেমনি একজন ভারতের কর্ণাটকের কৃষক মল্লিকার্জুন।
কর্ণাটকের চিত্রদুর্গ জেলার এই ৪২ বছর বয়সী কৃষক পেঁয়াজ বিক্রি করে একমাসেই কোটিপতি হয়ে গেছেন। ১৫ বছর ধরে পেঁয়াজ চাষ করে আসা মল্লিকার্জুন এবারই সর্বোচ্চ দামে তার জমির পেঁয়াজ বিক্রি করেছেন। খবর এনডিটিভির
মল্লিকার্জুন বলেন, তিন একর জমিতে ১৫ বছর ধরে পেঁয়াজ চাষ করে আসছেন। এ বছর গত এক মাসে ২০টি ট্রাকে ১ কোটি ১৪ লাখ টাকার পেঁয়াজ বিক্রি করেছেন তিনি। পেঁয়াজ চাষাবাদ করতে খরচ হয়েছে ১৭ লাখ টাকা।
নিজে কষ্ট করে চাষাবাদ করা পেঁয়াজের বেশি দাম পেয়ে যারপরনাই খুশি মল্লিকার্জুন। সামনের বছর ২০ একর জমিতে পেঁয়াজ চাষাবাদ করবেন বলেন এনডিটিভিকে জানান তিনি।
উল্লেখ্য, বাংলাদেশের মতো ভারতেও এখন পেঁয়াজের দাম আকাশছোঁয়া। সেখানে পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ১৩০ টাকায়।
সানবিডি/ঢাকা/এসএস