ভারত ছাড়বেন আমির খান!
প্রকাশ: ২০১৫-১১-২৪ ১৫:০০:২১
গরুর মাংস খাওয়া না খাওয়া নিয়ে সৃষ্ট বিতর্ক থেকে শুরু হওয়া অসহিষ্ণুতা নিয়ে এবার মুখ খুললেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান। বর্তমান পরিস্থিতিতে পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে চিন্তিত তিনি। স্ত্রীর পরামর্শে ভাবছেন দেশ ত্যাগের কথাও।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি অনলাইনের খবরে বলা হয়েছে, সোমবার ভারতের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা নিয়ে সরাসরি কথা বলেছেন আমির।
ওইদিন রামনাথ গোয়েনিকা অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে আমির বলেন, একজন সাধারণ ভারতীয় হিসেবে, দেশের নাগরিক হিসেবে ঘটে যাওয়া ঘটনা আমি দেখেছি, খবরের কাগজে পড়েছি। আর ওই সব ঘটনাই মনে সংশয়ের জন্ম দিচ্ছে বলে জানান আমির।
তিনি জানান, গত ছয় থেকে আট মাসে ভারতে নিরাপত্তাহীনতা ও ভয়ের সংস্কৃতি বৃদ্ধি পেয়েছে। ধর্মীয় অসহিষ্ণুতার এ পরিবেশে দেশ ছাড়তে চাইছেন তার স্ত্রী কিরণ রাও।
আমির বলেন, এসব বিষয়ে কিরণ রাওয়ের সঙ্গে যখন কথা হয়, তখন কিরণ স্থায়ীভাবে বিদেশে যাওয়ার পরামর্শ দেন। কিরণের জন্য এটি অনেক বড় কথা। কিন্তু বাস্তবতা হলো সে নিজের সন্তানদের জন্য চিন্তিত। ভবিষ্যতে কী পরিবেশ হবে তা নিয়েই তার আশঙ্কা।
এদিকে আমিরের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার । সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আমিরের এইসব বক্তব্য তার ভক্তদের হতাশ করেছে।
আমিরের বক্তব্য সাম্প্রদায়িক উস্কানি মূলক বলেও বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
অসহিষ্ণুতার প্রতিবাদে লেখক-সাহিত্যিক- চলচ্চিত্র পরিচালকসহ গুণিজনের বিভিন্ন পুরস্কার ফিরিয়ে দেওয়ার প্রতীকী প্রতিবাদকে সমর্থন করে আমির বলেন, ইতিহাস লেখক ও বিজ্ঞানীদের মত প্রকাশের নির্দিষ্ট পন্থা রয়েছে।