আইপিএলে পাঞ্জাবের ব্যাটিং কোচ ওয়াসিম জাফর

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-১৯ ১৬:৩৭:৩৯


ভারতের ঘরোয়া ক্রিকেট অঙ্গনে বড় এক নাম ওয়াসিম জাফর। জাতীয় দলের হয়ে তিনি ৩১টি টেস্ট খেলেছেন। ওয়ানডে খেলেছেন দুটি। কিন্তু রঞ্জি ট্রফির দুর্দান্ত ক্রিকেটার হিসেবেই তার পরিচিতি বেশি।

রঞ্জি ট্রফিতে তিনি ১৫০ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। ২০ হাজার রান করার পথে আছে। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলেছেন। এখনও ক্রিকেটকে অবসর না বলা ওয়াসিম জাফরই আইপিএলের দল কিংস ইলেভেন পাঞ্জাবের ব্যাটিং কোচ নিয়োজিত হলেন।

ইংল্যান্ড বিশ্বকাপের পরে বাংলাদেশ জাতীয় দলের শ্রীলংকা সফরে ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছেন ওয়াসিম জাফর। ক্রিকেটার থাকা অবস্থায় তার কোচ হওয়া নিয়ে ছিল প্রশ্ন। এছাড়া তার কোচিংয়ের তেমন আনুষ্ঠানিক কোর্স নেই বলেও প্রশ্ন ছিল। এবার সেই জাফর আইপিএলের দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেলেন। তাকে পাঞ্জাবের প্রধান কোচ অনিল কুম্বলে তার কোচিং প্যানেলের ব্যাটিং কোচ হিসেবে বেছে নিয়েছেন।

ওয়াসিম জাফর নতুন দায়িত্ব নিয়ে বলেন, ‘আমি কুম্বলের কাছে কৃতজ্ঞ। তিনি আমাকে দায়িত্ব নিতে উৎসাহিত করেছেন। ভারতের হয়ে তার অধীনে খেলা ছিল আমার কাছে বড় সম্মানের। আমি তার কাছ থেকে শেখার অনেক কিছুই পেয়েছি। যদিও আমি এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কোচ (বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাডেমির ব্যাটিং কোচ) হিসেবে চুক্তিবদ্ধ। তার সঙ্গে এটা বাড়তি একটা সুযোগ। আমি নতুন এই অভিজ্ঞতা নিতে মুখিয়ে আছি।’
সানবিডি/ঢাকা/এসএস