দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্সুরেন্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-১৯ ১৭:১৩:২২

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ৪৯৫ বারে ৮১ হাজার ৬১৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩ লাখ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মাসিটিক্যালসের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৬৩ শতাংশ। কোম্পানিটি ৭৩০ বারে ২৪ লাখ ৫০হাজার ৪৯৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ২১ লাখ টাকা।
তৃতীয় স্থানে থাকা খুলনা পাওয়ার কোম্পানির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৫৩ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ১৭৯ বারে ২৩ লাখ ৫৩ হাজার ২৪৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৩১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- গ্লোডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের ৭ দশমিক ৩৫ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৬ দশমিক ৮৬ শতাংশ, আরডি ফুডের ৬ দশমিক ৫০ শতাংশ, ইফাদ অটোসের ৬ দশমিক ০৬ শতাংশ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৮৫ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৫ দশমিক ৫৩ শতাংশ ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৫ দশমিক ৪২ শতাংশ শেয়ার দর বেড়েছে।
সানবিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












