সপ্তাহের ব্যবধানে ডিএসইতে কমেছে সূচক ও লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-১২-২১ ১০:১০:২৯


বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৭ পয়েন্ট কমেছে। ডিএসইতে বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন ২৯ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহে ৪ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ১১৮ কোটি ৯২ লাখ ২৫ হাজার ৬২৬ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৪৫৫ কোটি ৬ লাখ ৫৪ হাজার ৭৮ টাকা বা ২৮.৯১ শতাংশ কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৫৭৩ কোটি ৯৮ লাখ ৭৯ হাজার ৭০৪ টাকার।

ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ২৭৯ কোটি ৭৩ লাখ ৬ হাজার ৪০৬ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৩১৪ কোটি ৭৯ লাখ ৭৫ হাজার ৯৪০ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ৩৫ কোটি ৬ লাখ ৬৯ হাজার ৫৩৪ টাকা কম হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৮ পয়েন্ট বা ১.২৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৫৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৯ পয়েন্ট বা ১.৮৮ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৩৫ পয়েন্ট বা ২.২৪ শতাংশ কমে সপ্তাহ শেষে দাঁড়িয়েছে যথাক্রমে ৯৯৭ পয়েন্টে এবং ১ হাজার ৫১৩ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৫৬টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১১টি বা ৩১ শতাংশের, কমেছে ২০৮টির বা ৫৯ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির বা ১০ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহজুড়ে ৬৫ কোটি ৮১ লাখ ৫১ হাজার ৫৫৭ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১০৪ কোটি ১২ লাখ ১৫ হাজার ৪১৭ টাকার। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে সিএসইতে টাকার পরিমাণে লেনদেন ৩৮ কোটি ৩০ লাখ ৬৩ হাজার ৮৬০ টাকা বা ৩৬.৭৯ শতাশ কমেছে।

বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০২ পয়েন্ট বা ১.৪৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৩১ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১২৫ পয়েন্ট বা ১.৫০ শতাংশ, সিএসই-৩০ সূচক ৩১১ পয়েন্ট বা ২.৬৭ শতাংশ, সিএসই-৫০ সূচক ১৭ পয়েন্ট বা ১.৭১ শতাংশ এবং সিএসআই ১৮ পয়েন্ট বা ২.০৬ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৮ হাজার ২০৬ পয়েন্ট, ১১ হাজার ৩৩৬ পয়েন্ট, ৯৮৮ পয়েন্ট ও ৮৫৬ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ২৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের হাত বদল হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির বা ৩০ শতাংশ, দর কমেছে ১৭১টির বা ৫৯ শতাংশ এবং দর অপরিবর্তিত রয়েছে ৩২টির বা ১১ শতাংশ।

সানবিডি/এসকেএস